প্রবাস বাংলা
বুধবার , ১২ ফেব্রুয়ারি ২০২৫ | ৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা

ওমানে রমজানকে সামনে রেখে কাজের সময় নির্ধারণ

প্রতিবেদক
প্রবাস বাংলা
ফেব্রুয়ারি ১২, ২০২৫ ৯:৪৩ পূর্বাহ্ণ

রমজান মাসের প্রস্তুতি, বাজারে প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করতে মনিটরিং

ওমান মাস্কাট: সুলতানাতে আগামী ১ মার্চ থেকে শুরু হতে চলা পবিত্র রমজান মাস উপলক্ষে বাজারে প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর সংকট না হওয়ার জন্য প্রস্তুতি শুরু হয়েছে। খুচরা বিক্রেতারা এই সময়ে ব্যবসার সর্বাধিক সুবিধা নেওয়ার আশা করছেন।

জানুয়ারি ৩১ তারিখ ছিল ১৪৪৬ হিজরি সনের শাবান মাসের প্রথম দিন। এদিকে, ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ (CPA) বাজারে পণ্যের মূল্যমান পর্যবেক্ষণ ও সরবরাহ নিশ্চিত করতে আরও তৎপরতা শুরু করেছে। বিকল্প পণ্য সরবরাহের পাশাপাশি বাণিজ্যিক কেন্দ্রগুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

ওমানের স্থানীয় গণমাধ্যম ওমান অবজারভার বলেন, অনেক খুচরা বিক্রেতা রমজান বাস্কেট বিক্রি শুরু করেছে, যার মধ্যে ১৭ থেকে ১৯টি খাদ্যপণ্য অন্তর্ভুক্ত থাকে এবং এর দাম ১০ রিয়াল ছাড়িয়ে যায় না। এই বাস্কেটগুলো পরিবারগুলোর সাপ্তাহিক খাদ্য প্রয়োজন মেটাতে সহায়ক হবে এবং ভোক্তাদের ওপর চাপ কমাবে।

রমজান মাসে রোজা পালনকারীদের জন্য এই বাস্কেট বিশেষ সহায়ক হবে, যারা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার ও পানীয় থেকে বিরত থাকবেন।

এছাড়া, রেস্টুরেন্ট ব্যবসায়ীরা ইফতার বুকিং গ্রহণ করছে, বিশেষ করে কোম্পানি ও সামাজিক গ্রুপের আয়োজিত ইফতার।

২০২৩ সাল থেকে সুলতানাতে রমজান মাসে ফ্লেক্সিবল কর্মঘণ্টা প্রবর্তিত হয়েছে, যা যানজট কমাতে সাহায্য করেছে। সুলতান কাবুস সড়ক এবং মাসকট এক্সপ্রেসওয়ে-এ কর্মচারীদের চলাচল কম হওয়ায় দুর্ঘটনাও কমেছে।

ফ্লেক্সিবল কর্মঘণ্টার বিকল্পের মধ্যে ৭টা থেকে ১২টা, ৮টা থেকে ১টা, ৯টা থেকে ২টা, এবং ১০টা থেকে ৩টা শিফটের সময়সূচী রয়েছে।

সর্বশেষ - জাতীয়