প্রবাস বাংলা
বুধবার , ৩০ জুলাই ২০২৫ | ৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা

ওমান প্রবাসীদের উপদেষ্টা আসিফ নজরুলের বার্তা

প্রতিবেদক
প্রবাস বাংলা
জুলাই ৩০, ২০২৫ ৫:৫৯ অপরাহ্ণ

পিবিএন ডেস্ক : ওমানে বসবাসরত প্রবাসীদের সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হওয়ার আগেই সুখবর দিয়েছে দেশটি।

অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের জন্য ঘোষিত সাধারণ ক্ষমার সময়সীমা ৩১ জুলাই শেষ হওয়ার কথা থাকলেও এখন আরো ৫ মাস বাড়িয়ে ৩১ শে ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।

এতে চলতি সময়ে যারা সময়ের কারণে অথবা বিভিন্ন জটিলতার এই সুযোগ গ্রহণ করতে পারেনি তাদের জন্য আরো সহজ হলো বৈধ হওয়া অথবা কোনোপ্রকার জরিমানা ছাড়া ওমান ত্যাগ করার সুযোগ।

এদিকে, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তার ভেরিফাইড ফেজবুক পেইজে ওমান প্রবাসীদের উদ্দেশ্য একটি পোষ্ট করেন। তিনি পোষ্টে লিখেন- ওমানে অবস্থানরত প্রবাসী কর্মীদের বৈধকরণের মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এরমধ্যে কেউ নিজ থেকে বৈধকরনের জন্য যোগযোগ করলে জরিমানাও দিতে হবে না।
যাদের বৈধ কাগজ নেই তাদের এই সুযোগ গ্রহন করার অনুরোধ করছি। প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করুন।

এরআগে ওমান শ্রাম মন্ত্রণালয়, একইসাথে বাংলাদেশ দূতাবাস থেকেও বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আইনি অবস্থান সংশোধনের সুযোগ চলতি বছরের ৩১ জুলাই থেকে বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত করা হয়েছে সেইসাথে অবৈধভাবে ওমানে বসবাসরত দেশে ফিরতে উচ্ছুক ব্যাক্তিরাও এই সুযোগ গ্রহণ করতে পারবে ।

ওমানের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, জনসাধারণের অনুরোধ ও উপকারভোগীদের প্রয়োজনীয় সুযোগ দেওয়ার স্বার্থে এ সময়সীমা বাড়ানো হয়েছে। এর ফলে আরো অধিকসংখ্যক প্রবাসী ও নিয়োগকর্তা শ্রম আইনের আওতায় বৈধতা পাওয়ার সুযোগ পাবেন।

শ্রম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সময়সীমা হলো শেষ সুযোগ। সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হচ্ছে, যেন তারা দ্রুত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেন এবং আইনি বৈধতা নিশ্চিত করেন।

সর্বশেষ - জাতীয়