প্রবাস বাংলা
মঙ্গলবার , ৪ মার্চ ২০২৫ | ৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা

নামাজ শেষ হতেই পেলেন ৬২ কোটি টাকার সু-খবর

প্রতিবেদক
প্রবাস বাংলা
মার্চ ৪, ২০২৫ ৭:৪৩ অপরাহ্ণ

প্রবাস বাংলা ডেস্ক: ছিলেন তারাবির নামাজরত অবস্থায়। নামাজ শেষ হতেই সুখবর পেলেন ২০ মিলিয়ন দিরহাম জিতার। বলছি গতকাল দুবাই প্রবাসী জাহাঙ্গীর আলমের কথা।

তারাবির নামাজের সময় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফোনকলটি মিস করেন। পরে জানতে পারেন, তিনি আবুধাবি বিগ টিকিট-এ ২০ মিলিয়ন দিরহাম জিতেছেন!

৪৪ বছর বয়সী জাহাঙ্গীর দুবাই ড্রাই ডকসে অফিস সহকারী হিসেবে কাজ করেন। ১১ ফেব্রুয়ারি কেনা টিকিট নম্বর ১৩৪৪৬৮ তাকে ভাগ্যবান করে তোলে।

গত তিন বছর ধরে তিনি ১৪ জন বন্ধুর সঙ্গে টাকা মিলিয়ে টিকিট কিনছিলেন। এবারও তারা ১,০০০ দিরহাম দিয়ে টিকিট কেনেন, যেখানে জাহাঙ্গীর দেন ১০০ দিরহাম। তার ভাগে এসেছে প্রায় ২ মিলিয়ন দিরহাম, আর যারা ৫০ দিরহাম দিয়েছেন, তারা পাবেন ১ লাখ দিরহাম করে।

জাহাঙ্গীর বলেন, “এখনও বিশ্বাস হচ্ছে না। তবে পরিবারকে দুবাই আনতে চাই এবং হয়তো বন্ধুদের সঙ্গে ব্যবসা শুরু করব।”

সর্বশেষ - জাতীয়