প্রবাস বাংলা
সোমবার , ২০ অক্টোবর ২০২৫ | ৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা

প্রবাসী শ্রমিকদের জন্য পাসপোর্ট ফি কমানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
প্রবাস বাংলা
অক্টোবর ২০, ২০২৫ ৫:৪৯ অপরাহ্ণ

পিবিএন ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, এ বছরের ডিসেম্বরের মধ্যে সব বিদেশস্থ বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট কার্যক্রম চালু করা হবে। তিনি বলেন, প্রবাসী শ্রমিকদের জন্য পাসপোর্ট ফি কমানো হবে এবং বিমান ও বিমানবন্দরে সর্বোচ্চ সেবা প্রদানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

আজ (সোমবার) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির প্রাণ, তাই তাদের সুবিধা নিশ্চিত করা প্রয়োজন।

এছাড়া, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দ্রুত ই-গেট চালু করা হবে, যেখান থেকে ই-পাসপোর্টধারীরা দ্রুত প্রবেশ করতে পারবেন।

বিমানবন্দর কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনা নিয়েও তিনি জানান, মন্ত্রিপরিষদ বিভাগের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি তদন্ত করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, সংশয় নেই, তবে কিছু চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে এবং গত তিনটি নির্বাচনে দায়িত্ব পালনকারীদের যথাসম্ভব এ নির্বাচনে সরিয়ে রাখা হচ্ছে।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, আইজিপি বাহারুল আলম, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও অন্যান্য কর্মকর্তা।

সর্বশেষ - জাতীয়